Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

দু:স্থ মহিলাদের জন্য ভিজিডি কর্মসূচী:

এটি একটি দারিদ্র্য বিমোচন কর্মসূচী। এ কর্মসূচীর মাধ্যমে দরিদ্র্য মহিলাদের বিভিন্ন আয়বর্ধকমূলক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে আত্ন-নির্ভরশীল করা। এই কর্মসূচীর আওতায় প্রতি জন মহিলা  মাসে ৩০কেজি করে চাল পেয়ে থাকেন। সাথে সাথে প্রশিক্ষণ ও সঞ্চয় আদায় কার্যক্রম পরিচালিত হয়। এ কর্মসূচী  ২৪ মাস পর্যন্ত চলে। জানুয়ারী/১৩থেকে এ চক্র শুরু হয়েছে। জানুয়ারী/১৫থেকে এ চক্রে নতুন করে সুবিধাভোগী নেয়া হবে।

দরিদ্র মা’র জন্য মাতৃত্ব ভাতা কর্মসূচী:

এ কর্মসূচীর আওতায় ১৩৫জন  দু:স্থ মহিলা মাসে ৩৫০/- টাকা হারে ৬ মাস পর পর ২১০০/- টাকা পেয়ে থাকেন। এ কর্মসূচীর মেয়াদ ২৪ মাস।মেয়াদশেষ হলে নতুন করে উপকারভোগী নির্বাচন করা হয়।

নারী নির্যাতন প্রতিরোধ কমিটি:

এ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার, সদস্যসচিব উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ।কোন নারী স্বামী/শাশুরী/জ্যা/ অন্যকোন  পুরুষ দ্বারা নির্যাতিত হলে  উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করতে হয়। উপজেলা নির্বাহী অফিসার  উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা / সালিশের /মিমাংসার ব্যবস্থা নেয়ার জন্য নির্দেশ প্রদান করে থাকেন।